Tuesday, December 26, 2017

৮ ব্যাংক এর সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল


আট ব্যাংকের প্রিলিমিনারী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যারা প্রিলিতে পাশ করে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অগ্রিম অভিনন্দন। আপনার রোল নম্বর নিচের ফ্রেমে(অফিসিয়াল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে) দেখে নিশ্চিত হয়ে নিন-
(এমনিতে দেখতে সমস্যা হলে  ডাউনলোড করে জুম করে দেখুন)

লিস্ট থেকে দেখে নিন কার কোথায় সিট পড়েছে। দেখতে বা, ডাউনলোড করতে সমস্যা হলে আমাদের ফেসবুক পেজ বা, এইখানে কমেন্ট করে জানাবেন।

কোন ব্যাংকে কতজন নেবে?
মোট পদ ১৬৬৩- সোনালী ব্যাংক লিমিটেড-৫২৭; জনতা ব্যাংক লিমিটেড-১৬১; রূপালী ব্যাংক লিমিটেড-২৮৩; বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক- ৩৯; বাংলাদেশ কৃষি ব্যাংক- ৩৫১; রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক- ২৩১; বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন- ০১ টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এ ৭০ টি।

১ ঘন্টার এই প্রিলিমিনারী পরীক্ষার নোটিশ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। গুরুত্বপূর্ণ সব চাকরির তথ্য আমরা আমাদের ওয়েবসাইট jobsbd.club এবং ফেসবুক পেজ "বিসিএস ও অন্যান্য চাকরির প্রস্তুতি " এর মাধ্যমে আপনাদের কাছে পৌছে দেয়ার চেষ্টা করি। যাচাই করে আমরা সঠিক তথ্য দেই, তাই কিছু কিছু ক্ষেত্রে তথ্যদানের ক্ষেত্রে কয়েক ঘন্টা দেরী হতে পারে। সঠিক তথ্য সময়মত পেতে নিয়মিত ফেসবুক ও ওয়েবসাইটে খোঁজ রাখুন।
Sponsored content

No comments:

Post a Comment