Sunday, December 24, 2017

৩৮ তম বিসিএস পরীক্ষার সিট প্লান প্রকাশিত হয়েছে


বিসিএস পরীক্ষার সিট প্লান নিয়ে ইতিমধ্যেই অনেক বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক গ্রুপ  এবং পেজে বলা হচ্ছে বিসিএস এর সিট প্লান দিয়েছে। কিন্তু BPSC এর ওয়েবসাইটে এর কোন নাম গন্ধ খুজে পাওয়া যাচ্ছে না। আপনারা এই ধরণের ভ্রান্তিতে পড়বেন না যদি সবসময় সঠিক স্থান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। 

সত্যি ঘটনা ১ঃ বিসিএস  এর সার্কুলার যখন প্রকাশিত হল তখন আমি একটি ওয়েবসাইট থেকে নোটিশ ডাউনলোড করে দেখলাম প্রফেশনাল ক্যাডারে আমার সাবজেক্টে এবারের ৩৮ তম বিসিএস এ একজনকেও নিয়োগ দেয়া হবে না। প্রথমে হতাশ হয়ে, পরে খেয়াল করলাম ঐ নোটিশে একটি পেজ নেই(পেজ নম্বর দেখে)। তখন BPSC এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করে দেখি ৪৫ জনকে এবারের বিসিএস এ আমার সাবজেক্ট থেকে নেয়া হবে।

সত্যি ঘটনা ২ঃ আজকে সকালে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে জানতে পারলাম সিট প্লান দিয়েছে। ঐ পেজ থেকে ডাউনলোড করে এক বড় ভাইয়ের সিট প্লান দেখলাম- তাঁর রোল ঐ লিস্টেই নেই। পরে দেখা গেল পিএসসি এখনো সিট প্লান দেয়নি। 
(ভাই, কানে ধরছি আর, এইসব পেজ/সাইট থেকে কোন নোটিশ দেখবো না, শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখবো)

সঠিক তথ্য কোথায় পাব?
বিসিএস সম্পর্কিত সবচেয়ে সঠিক তথ্য পাবেন bpsc.gov.bd তে, কারণ এটি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়া এই সাইট অর্থাৎ, jobsbd.club থেকেও সবচেয়ে সঠিক তথ্য আপনি পাবেন, কারণ আমরা ঐ সঠিক উৎস ছাড়া অন্য কোথাও থেকে কোন তথ্য আপনাদেরকে দেব না। বিসিএস সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্যের জন্য আমাদের পেজ-


ঐ পেজে গেলে একটি ফ্রেমের মাঝে পিএসসি প্রকাশিত নোটিশগুলো লাইভ দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

বিসিএস এর সিট প্লান ডাউনলোড
আপনি যদি অলস হন এবং ঐ পেজে না যেতে চান তাহলে এখান থেকেই ডাউনলোড করে নিন-

কোন প্রশ্ন থাকলে বা, সমস্যা হলে কমেন্ট করে জানান। 
Sponsored content

No comments:

Post a Comment